স্যাটেলাইটেও হামলা চালানোর হুমকি দিলো রাশিয়ার

 স্যাটেলাইটেও হামলা চালানোর হুমকি দিলো রাশিয়ার

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বাণিজ্যিক স্যাটেলাইটে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা কনস্তাতিন ভরোনতসভ এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো রাশিয়ার ওপর আধিপত্য বিস্তারে মহাকাশ সক্ষমতা ব্যবহারের চেষ্টা করছে। ইউক্রেনকে সহায়তা করতে স্যাটেলাইটের এমন ব্যবহার বিশ্বের জন্য হবে খুবই বিপজ্জনক একটি কৌশল।

পশ্চিমাদের মদদে ইউক্রেন রুশ আধা-বেসামরিক অবকাঠামোগুলোতে হামলার পরিকল্পনা করছে। স্যাটেলাইট ব্যবহার করে এ হামলার পরিকল্পনা আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে।

তবে কোন স্যাটেলাইটে হামলা করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

একদিন আগে ইউক্রেনে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিতে সামরিক মহড়ার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি পারমাণবিক হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ক্রেমলিন। বুধবার (২৬ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এ তথ্য জানান।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাদের মাটিতে পারমাণবিক হামলার প্রতিশোধ নিতে রাশিয়া প্রস্তুত। এ জন্য মস্কো পারমাণবিক হামলা চালানোর উদ্দেশ্যে মহড়া শুরু করেছে। আর প্রেসিডেন্ট পুতিন মহড়ার নির্দেশ দিয়েছেন।

ক্রেমলিন বলেছে, মহড়ার জন্য সব কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পারমাণবিক পরীক্ষা-নিক্ষেপ করতে ক্ষেপণাস্ত্র নির্ধারিত জায়গায় পৌঁছেছে। রুশ সামরিক বাহিনী পরিচালিত জাভেজদার একটি ভিডিওতে দেখা গেছে, সামরিক কর্মীরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে।

READ NOW

Post a Comment

0 Comments